কেকেআরের অধিনায়ক কে, ধোয়াশা দূর করলেন ক্যালিস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৫:৩৪ পিএম
ফাইল ফটো

ঢাকা: গৌতম গম্ভীরকে নিলামে ধরে রাখার প্রয়োজন মনে করেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। এরই মধ্যে দলটি ঘোষণা দিয়েছে দিল্লির মসনদ রক্ষার দায়িত্ব থাকছে গম্ভীরের হাতেই। কিন্তু কেকেআরের অধিনায়ক কে হচ্ছেন? নিলামের পর থেকেই নেতৃত্বের ব্যাপারটি আলোচনা হচ্ছে।

আইপিএলের শুরুর দিন যত এগিয়ে আসছে প্রশ্নটা ততই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। ধোঁয়াশা কিছুটা দূর করছেন কেকেআরের প্রধান কোচ জ্যাক কালিস।

মারকাটারি ব্যাটিংয়ের জন্য শেষ কয়েক মৌসুমে নাইট শিবিরের অন্যতম আকর্ষণ ক্রিস লিন নামের এক বিস্ময় ক্রিকেটার। যার ব্যাটে খড়কুটোর মতো উড়ে যায় বোলাররা। অসি এই তারকা ব্যাটসম্যানের ওপরই এবার আস্থা রাখতে পারে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। প্রধান কোচ ক্যালিসও নেতৃত্বের দৌড়ে লিনকেই এগিয়ে রাখছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ক্যালিস বলেন, ‘নাইটদের নেতা হিসেবে লিন অবশ্যই এগিয়ে।’ এরপরই অবশ্য জল্পনা উসকে ক্যালিসের উত্তর, ‘তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’ নাইটদের প্রধান কোচের কথাতেই স্পষ্ট লিন ছাড়ারও অধিনায়ক হিসেবে বিকল্প ভাবনায় রয়েছে কেকেআর থিঙ্কট্যাঙ্কের।

কেকেআরকে দু’বার চ্যাম্পিয়ন করা গম্ভীরের উত্তরসূরি কে, সেই উত্তরটা অবশ্য পরের কয়েক সপ্তাহের মধ্যে মিলতে চলেছে বলে আশ্বাস দিয়ে রাখলেন নাইট কোচ। লিনকে নিয়ে এই ফিসফাসই সত্যি হয় কিনা তাঁর জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক দিন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম