আইসিসির এমন ভুল!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৮:০৯ পিএম

ঢাকা : আইসিসি যে ঠুটো জগন্নাথ সেটি আগেও প্রমাণ হয়েছে। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি চরম অপেশাদারিত্বের পরিচয় দিল। তাও আবার হিসেবের ভুল! শুনতে অবাক হলেও সত্যি র‌্যাংকিংয়ে হিসেবের গোলমাল করেছে আইসিসি। ভুল করে টি-টোয়েন্টির ব়্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছিল অস্ট্রেলিয়া। আবার ভুল শুধরে শীর্ষে ফিরেছে পাকিস্তান।

গত সপ্তাহেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়েছিল, অপরাজিত থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ চ্যাম্পিয়ন হতে পারলে অস্ট্রেলিয়া প্রথমবার টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসবে৷ লিগের সব ম্যাচ জেতা অস্ট্রেলিয়া ফাইনালে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারালেও শীর্ষে ওঠা হয়নি৷

ক্রিকেট অস্ট্রেলিয়াই জানিয়েছে, আইসিসির হিসেবের ভুলেই তারা এক নম্বরে উঠে আসার সম্ভাবনার কথা জানিয়েছিল৷ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির যে নির্দেশিকা ছিল টুর্নামেন্টের আগে, সেখানে কিছু ত্রুটি ছিল৷ ত্রুটি শুধরে রেটিং পয়েন্ট হিসাব করার পর পাকিস্তানের থেকে ০.১৯ পয়েন্ট পেছনে থেকে যায় অস্ট্রেলিয়া৷

সর্বশেষ প্রকাশিত ব়্যাংকিং অনুযায়ী পাকিস্তানের রেটিং পয়েন্ট ১২৫.৮৪৷ অস্ট্রেলিয়ার ১২৫.৬৫৷ সুতরাং ভগ্নাংশের বিচারে পাকিস্তান টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখে৷ অস্ট্রেলিয়া থেকে যায় দুই নম্বরেই৷তবে প্রশ্ন উঠেছে আইসিসি এমন ভুল করে কিভাবে!

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর