নেপালে বিমান বিধ্বস্তের ঘটনার মর্মাহত সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৮, ১০:৩৫ পিএম

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৭১ জন যাত্রী ও ক্রুর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন। বাকি ২২ জন কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাকিব নিজের অফিসিয়াল পেজে ‌‌`শক্ত থাকুন আমরা সবাই আপনাদের সাথে আছি' (STAY STRONG WE ALL ARE WITH YOU) লিখা কাল ব্যানারের একটি ছবি পোস্ট করেন।

ছবির ওপরে দেয়া স্ট্যাটাসে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউ.এস বাংলা এয়ারলাইন্স এর বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের উদ্দেশ্যে জানাই আমার আর শিশির এর গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগায়, সেই প্রার্থনা করছি!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই