বাংলাদেশ যুব গেমসের পদক তালিকা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০১৮, ০৯:৩৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ যুব গেমসের প্রথম আসরের পর্দা নামবে শুক্রবার (১৬ মার্চ)। শেষ ডিসিপ্লিন হিসেবে অনুষ্ঠিত হবে বালক ও বালিকাদের আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট। যা শুরু হবে ৭টা ১৫ মিনিটে। আজ পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। ৩৭ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ৩৪ ব্রোঞ্জসহ মোট ১০৪টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিভাগ। অংশগ্রহণকারী আটটি বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ও সবার নিচে রয়েছে সিলেট বিভাগ।

পদক তালিকা:

বিভাগ                  স্বর্ণ    রৌপ্য    ব্রোঞ্জ    মোট
খুলনা বিভাগ            ৩৭    ২৩       ৩৪      ১০৪
রাজশাহী বিভাগ        ৩৬    ৩৪       ৪০      ১০১
চট্টগ্রামবিভাগ           ৩৪    ২৫       ৪২      ৮২
ঢাকা বিভাগ             ২৭    ৩৯       ৩৯      ১০০
রংপুর বিভাগ            ১৩   ০৭       ৩০       ৪৩
বরিশাল বিভাগ         ০৫   ০৪       ০৪       ১৩
ময়মনসিংহ বিভাগ     ০৫   ০৬       ১৫       ২৬
সিলেট বিভাগ           ০৪   ১২       ১২       ২৬

উল্লেখ্য, অ্যাথলেটিক্সের ১০০ মিটার ছেলে ও মেয়ে দুটি পদক বাদে চুড়ান্ত তালিকা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই