নিদাহাস ট্রফির ফাইনাল

ভারতের চার ক্রিকেটারকে আটকাও, পরামর্শ মাশরাফির

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৫:৫৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে রোববার (১৮ মার্চ) সন্ধায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। মাঠে নামার কয়েক ঘন্টা আগে সাকিব আল হাসান-মাহমুদউল্লাদের গুরুত্বপুর্ণ পরামর্শ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টাইগারদের ওয়ানডে অধিনায়ক অধিনায়ক জানিয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে আটকাতে পারলে ভারত বধ সম্ভব।  

২০ ওভারের ম্যাচে বাংলাদেশর ফলাফল খু্ব একটা সন্তোষজনক নয়। এখন পর্যন্ত ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৩২টি জিতেছে টাইগাররা। আজ ভারতের বিপক্ষে ৭৬তম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে ৬টি ম্যাচ খেলে সবক'টি হেরেছে লাল সবুজের জার্সিধারীরা।

আজ জিততে পারলে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন মাশরাফি। তবে সতীর্থদের প্রতি নজর রয়েছে আগের মতই। তাই ভারতের মুখোমুখি হওয়ার আগে সাকিব-মাহমুদউল্লাদের একটি পরামর্শ দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। ভারতের চার ক্রিকেটার- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে মার্কিং করে খেলার কথা বলেছেন তিনি। এদের আটকাতে পারলেই টাইগারদের জয়ের ভালো সম্ভাবনা দেখছেন মাশরাফি।

মাশরাফি বলেন, ‘এই মুহুর্তে শ্রীলঙ্কায় থাকা সিনিয়র খেলোয়াড় ও কোচ নিশ্চয়ই একটা পরিকল্পনা করবেন। তবে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান- এ দু’জনকে যদি আমরা দ্রুত ফেরাতে পারি তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। একই সঙ্গে চাহাল ও ওয়াশিংটনকে ঠিকভাবে খেলতে হবে। এই চারজনকে নিয়ে আলাদা পরিকল্পনা করলে আমাদের দিকে ম্যাচটা আসতে পারে।’

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা দুই জয় যদি হিসাব করা হয় তাহলে এই নিদাহাস ট্রফির দুটিই হবে। মুশফিক দারুণভাবে প্রথমটা জিতিয়েছিল। শুক্রবার রিয়াদ জেতালো। কোনো অংশে তামিমের অবদান কম না, লিটনেরও অবদান ছিল। শুক্রবার তামিম আউট না হলে আরও আগে জিততে পারতাম। দুই ম্যাচেই তামিমের বিশাল অবদান আছে।’

শেষ ছয় বলে ১২ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। এরপর চার বলে দরকার হয় ১২ রানের। তৃতীয় বলে মাহমুদউল্লাহ চার মারতেই মাশরাফি বুঝে যান বাংলাদেশ জিতবে। তিনি বলেন, ‘চার বলে যখন ১২ লাগবে, ওই সময় রিয়াদ প্রথম চারটা মারে। তখনই মনে হয়েছে সম্ভব। তার আগে ‘নো’ বলটা আমাদের পক্ষে আসতে পারত। পরে রিয়াদ যেভাবে খেলেছে সেটা অসাধারণ। ১৮ বলে অপরাজিত ৪৩। প্রথম থেকেই যেভাবে আক্রমণ করেছে তা ছিল দারুণ। টি-টোয়েন্টি ম্যাচে আসলে এরকম একজনকে খেলতে হয়। প্রতিদিন রিয়াদ খেলবে না, কাউকে না কাউকে খেলতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই