বাংলাদেশের বিপক্ষে ৮ বল খেলেই কার্তিকের বিশ্বরেকর্ড!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৮:২০ পিএম
ফাইল ছবি

ঢাকা: ৮ বল খেলে ম্যাচসেরা হওয়ার নজির ক্রিকেট বিশ্বে খুব একটা নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে বোলিং না করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ব্রাড হজ। ডারবানে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ বলে ২১ রান করেছিলেন হজ। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে সেটি টপকে ৮ বলে দিনেশ কার্তিক করেছেন অপরাজিত ২৯। ছক্কা মেরেছেন তিনটি, চার দুটি। ২৬ রান এসেছে ৫ বলে। একটা মাত্র ডট বলে খেলেছেন।

বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান। শেষ বলে দরকার ছিল ৫ রান। এমন কঠিন সমীকরণ মিলিয়ে দিয়েছেন কার্তিক। একই সঙ্গে নতুন বিশ্বরেকর্ডও গড়েছেন। সবচেয়ে কম বল খেলে ম্যাচসেরা হওয়ার রেকর্ড।

ফাইনালে আরেকটি বিশ্বরেকর্ড হয়েছে। আর এটি করেছেন ভারতের তরুণ স্পিনার ওয়াশিংটন সুন্দর। পুরো টুর্নামেন্টজুড়েই অসাধারণ বোলিং করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ওয়াশিংটন। রেকর্র্ড ভাঙার দিনে তাঁর বয়স ছিল ১৮ বছর ১৬৪ দিন। ভেঙে দিয়েছেন ওয়াকার ইউনিসের রেকর্ড।

১৯৯০ সালে অস্ট্রেলেশিয়া কাপে ম্যান অব দ্য সিরিজ হওয়ার দিনে ওয়াকারের বয়স ছিল ১৮ বছর ১৬৯ দিন।

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই