২০১৯ বিশ্বকাপের পরই গেইলের অবসর

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৮, ০৬:১৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: তারা দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন। একমাত্র দল হিসেবে টি-টোয়েন্টি শিরোপাও দু’বার ঘরে তুলেছে। সেই দলটিকেই কি না এবার বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফাই করতে হলো। ২০১৯ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের বুধবারই নিশ্চিত হয়েছে। আর বৃহস্পতিবারই ক্রিস গেইল জানিয়ে দিলেন, ২০১৯ সালে তিনি শেষবারের মতো বিশ্বকাপে নামবেন। তার মানে ইংল্যান্ড বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যারিবিয়ান দৈত্য? অবশ্য তা নিয়ে পরিষ্কার কিছু জানাননি গেইল।

ক্রিকেটমহল অবশ্য মনে করছে, ২০১৯ এর পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন গেইল। ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য বলছেন, ‘আমরা বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করেছি। আমাকে এখন সুস্থ থাকবে হবে। বিশ্বকাপের সময় তরতাজা থাকা দরকার। আমাদের দলটা তরুণ। তবে এটুকু নিশ্চিত যে ২০১৯ বিশ্বকাপ আমার শেষ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।’  

ক্যারিবিয়ান ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ খেলার জন্য তাদের যোগ্যতা অর্জন করতে হয়েছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ওপরে। বোর্ডের সঙ্গে ঝামেলার জন্য গেইল মাঝেমাঝেই দল থেকে ছিটকে যান। সুযোগ পান না টেস্টে। সমর্থকদের এবার আশ্বস্ত করে গেইল বলে গেলেন, ‘ভক্তরা আমাকে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখতে চায়। আমিও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ঢোকার অপেক্ষায় আছি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই