সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী সদস্যের মৃত্যু

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৬, ০৭:১০ পিএম

সোনালীনিউজ ডেস্ক

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর হয়ে দায়িত্বপালনরত অবস্থায় ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার নাম মঈনুল আহসান খান।

২৯ ডিসেম্বর স্থানীয় সময় ভোর ৬টায় সুদানের রাজধানী খার্তুমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  

গত বছরের ২৫ মার্চ সুদান মিশনে গিয়েছিলেন মঈনুল। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

মঈনুল আহসান খান ১৯৭৯ সালে বরিশাল জেলার কোতয়ালী থানার নিউ সার্কুলার রোডের ‘আর্শীবাদ ভবনে’ জন্মগ্রহণ করেন। বরিশাল জিলা স্কুল থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ১৯৯৯ সালে বরিশাল সিটি কলেজ থেকে বি.কম. পাস করে ২০০৪ সালের ৩১ অক্টোবর এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সুদান মিশনে যাওয়ার আগে তিনি মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন। এছাড়া, কিশোরগঞ্জ, ভোলা, বরগুনা, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলাতেও চাকরি করেছেন তিনি।

শনিবার দুপুর ১টায় রাজারবাগে পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ।