রিয়ালকে সেমিতে তুললেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৮, ১২:০৬ পিএম
ছবি: স্কাই স্পোর্টস

ঢাকা: সান্তিয়াগো বার্নাব্যুতে নাটক কম হলো না। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জিয়ানলুইজি বুঁফোনের লাল কার্ড দেখা। রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়া জুভেন্টাস গোলরক্ষকের। শেষ পর্যন্ত রোনালদোর পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট মিলল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। 

৯০ মিনিট পর্যন্ত জুভেন্টাস এগিয়ে ৩–০ ব্যবধানে। ম্যাচ এগোচ্ছে অতিরিক্ত সময়ের দিকে। তখনই ত্রাতা হিসেবে হাজির সিআর সেভেন। লুকাস ভাজকোয়েজকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। গোল করতে ভুল করেননি পর্তুগিজ তারকা। ম্যাচ জিতল জুভেন্টাস ৩–১ গোলে। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম দফায় জুভেন্টাসের মাঠে রিয়াল জিতে এসেছিল ৩–০ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে জিদানের দল ৪–৩ গোলে জিতে উঠে যায় শেষ চারে। 

একদিন আগেই রোমে মুখ থুবড়ে পড়েছিল বার্সেলোনা। রোমার কাছে পর্যুদস্ত হতে হয়েছিল মেসির বার্সাকে। বার্নাব্যুতে অবশ্য কোনো অঘটন ঘটেনি। সৌজন্যে অবশ্যই রোনালদো। খেলার ২ মিনিটে মারিও মান্দজুকিচের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান মান্দজুকিচ। ৬০ মিনিটে মাতুইদির গোলে ৩–০ হয়। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছে তখনই ভুল করে ফেলল জুভেন্টাস রক্ষণ। ভাজকোয়েজকে ইনজুরি টাইমে বক্সের মধ্যে ফেলে দেন জুভেন্টাস ডিফেন্ডার বেনাটিয়া। পরিষ্কার পেনাল্টি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখতে হয় বুঁফোনকে। 

চ্যাম্পিয়ন্স লিগে ১১৭ ম্যাচ খেলা গোলরক্ষক প্রথম লাল কার্ড দেখলেন। খেলে ফেললেন সম্ভবত ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। বুঁফোনের বিদায়টা সুখের হলো না। পরিবর্ত গোলরক্ষক ওজসিচ সেজনি রোনালদোর শট বাঁচাতে পারেননি। দ্বিতীয় লেগটা হারলেও রিয়েল একাধিক সুযোগ পেয়েছিল। 

সবচেয়ে বড় কথা, এই নিয়ে টানা ৮ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গেল রিয়াল। সেমিফাইনালে চলে গেল বায়ার্ন মিউনিখও। আলিয়াঞ্জ এরিয়ায় সেভিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচ থাকল গোলশূন্য। প্রথম পর্বে বায়ার্ন জিতেছিল ২–১ গোলে। 

সোনালীনিউজ/আরআইবি/এআই