আইপিএল খেলে প্রতি ম্যাচে ১০ লাখ ডলার!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৮, ১১:৪১ পিএম

ঢাকা: আইপিএলকে আদর করে ডাকা হয় কোটিপতি ক্রিকেট লিগ। এই লিগ খেললে ক্রিকেটারদের কোটিপতি হতে সময় লাগে না। তবে ভবিষ্যতে কোটিপতি ক্রিকেট লিগে নাকি একজন ক্রিকেটার এক ম্যাচ খেললেই ১০ লাখ ডলার পেয়ে যাবেন! এমনটা আপনার কাছে অস্বাভাবিক মনে হলেও আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদির কাছে মোটেও অস্বাভাবিক নয়।

এমনটাই ইঙ্গিত দিয়েছেন মোদী। আইপিএল খেলা প্রতি ক্রিকেটার নাকি ম্যাচ প্রতি পাবে ১০ লাখ ডলার। যা ছাপিয়ে যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদেরও। আইপিএল যাঁর মস্তিষ্ক প্রসূত সেই মোদী এমন ভবিষ্যতবাণী করেছেন।

ইংল্যান্ডের দৈনিক টেলিগ্রাফে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেন, ‘আইপিএল থাকবে। বিশ্বের যে কোনও লিগকে দাবিয়ে রেখেছে।’ মোদীর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের ওপর এর প্রভাব ক্রমশ বাড়বে। আইপিএল খেলে দেশের দরজা খুলবে খেলোয়াড়দের সামনে। মোদী বলেন, ‘একদিন দেখবেন ক্রিকেটাররা খেলা প্রতি ১০ থেকে ২০ লাখ ডলার পাচ্ছে। এবং এটা খুব দ্রুত হবে।’

মোদীর মনে করেন, একদিন দেশের মধ্যে লড়াইয়ের গুরুত্বও কমে যাবে। শুধু পেশাদার লিগ থাকবে। তিনি বলেন, ‘আজ ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও চাহিদা নেই। মূল্য শূন্য। কিছুদিন পর দেখা যাবে দ্বিপাক্ষিক সিরিজও হারিয়ে গেছে। তিন-চার বছরে একবার বড় সিরিজ হবে।’

সোনালীনিউজ/আরআইবি