২০১৯ বিশ্বকাপ খেলার আশায় যুবরাজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০২:০৩ পিএম

ঢাকা : বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না যুবরাজ সিং। আর সেকারণেই ২০১৯ বিশ্বকাপের পরেই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট।

যুবরাজ জাতীয় দলের বাইরে রয়েছেন প্রায় একবছর হয়ে গেল। শেষবার ওয়ানডে ক্রিকেট খেলেছেন গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে এক ঝাঁক উঠতি তারকা জাতীয় দলের দরজায় কড়া নাড়ায়, যুবরাজের ফের নীল জার্সি গায়ে তোলার সম্ভাবনা ক্ষীণ। তারপরও ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি।  সরাসরি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ না করলেও অবসর প্রসঙ্গে নিজের মন্তব্যে সেই ইঙ্গিতই দিয়েছেন যুবরাজ।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত তেমন একটা নজর কাড়তে পারেননি। ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু পারফরম্যান্স নেই যুবরাজের৷ তবু আশায় বুক বেঁধে আছেন তিনি। যুবরাজ বলেন, ‘যে কোনও পর্যায়েই হোক, ২০১৯ পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই। আগামী বছর শেষের দিকে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেব।’

প্রায় দু’দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর একসময় থামতেই হবে, সেটি ভালো মতোই বোঝেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার। এ নিয়ে যুবরাজের মন্তব্য, ‘প্রত্যেককেই একসময় থামতে হয়। আমি ২০০০ সাল থেকে আন্তার্জাতিক ক্রিকেট খেলছি৷ ১৭-১৮  বছর হয়ে গেল। সুতরাং ২০১৯ এর পর সিদ্ধান্ত নেওয়া যথাযথ হবে।’

সোনালীনিউজ/আরআইবি