প্রীতির সুখের সংসারে দুঃখের আগুন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০১৮, ০৯:৪১ পিএম
ফাইল ছবি

ঢাকা: হঠাৎ করেই আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব খেই হারিয়ে ফেলেছে। এখন দলটি প্লে-অফে উঠতে পারে কি না বলা মুশকিল। অথচ শুরুর দিকে দুর্দান্ত খেলা প্রীতি জিনতার দলকে মনে হচ্ছিল, খুব সহজেই প্লে-অফে উঠে যাবে। কিন্তু প্রীতি এবং মেন্টর বিরেন্দ্র শেবাগের মনোমালিন্যর খবর সংবাদমাধ্যমে বেরোতেই দলও যেন গর্তে পড়ে গেল। কোনও ম্যাচেই তারা জিততে পারছে না। ক্রিস গেইল টানা কয়েকটি ম্যাচের ব্যর্থতার পরিচয় দিলেন।

সবশেষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তো ১০ উইকেটে হেরে মহাবিপদে পড়ে গেছে পাঞ্জাব। এখন তাদের প্লে-অফ উঠাই দায় হয়ে পড়েছে। শেবাগ-প্রীতির ঝগড়া যে ক্রিকেটারদের খেলায় প্রভাব ফেলছে সেটি না বললেও চলে। হঠাতই যেন প্রীতির সুখের সংসারে লেগেছে দুঃখের আগুন।

টানা ম্যাচ হেরে আইপিএল পয়েন্ট টেবিলে পাঁচে নেমে এসেছে পাঞ্জাব৷অশ্বিনদের টানা হারের শুরু হয়েছিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ রয়্যালসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচেও ১৫ রানে হারে পাঞ্জাব৷ রাহানেদের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানে শেষ হয় অশ্বিনের দল৷ পরের ম্যাচে ইন্দোরে নাইটদের ২৪৫ রানের পাহাড়ও টপকাতে সক্ষম হয়নি পাঞ্জাব৷

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ১৫.১ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাব৷১০ উইকেটে ম্যাচ পকেটে তুলে নেয় কোহলিরা৷তিনটি হারের ফলে প্লে-অফের লড়াইও কঠিন হয়েছে পাঞ্জাবের জন্য৷

নিজেদের পারফরম্যান্স নিয়ে অখুশি পাঞ্জাব অধিনায়ক বলছেন, ‘আমাদের ব্যাংটিয়ে সমস্যা রয়েছে৷ আমাদের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে৷ চেষ্টা করব যাতে ১৪ কিংবা ১৬ পয়েন্টে পৌঁছতে পারি৷’

পাঞ্জাব অধিনায়কের বিরক্তির কারণ ব্যাটিং হলেও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের (অরেঞ্জ ক্যাপের) দৌড়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন ফর্মে থাকা কেএল রাহুল৷ ১২ ম্যাচে রাহুলের রান ৫৫৮ ৷ তার আগে রয়েছেন একমাত্র ঋষভ পন্ত৷ সম সংখ্যক ম্যাচ খেলে পন্তের সংগ্রহ ৫৮২ রান৷
 
সোনালীনিউজ/আরআইবি/জেডআই