বিশ্বকাপ ফাইনালে গোল মিসের কথা ভাবেন না হিগুয়েইন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৮, ০৭:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ সমাগত। আবেগের বিস্ফোরণ ঘটবে সমর্থকদের মধ্যে। প্রিয় দলগুলো কেমন করবে? সেই আলোচনা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাশিয়া বিশ্বকাপে কেমন করবে আর্জেন্টিনা?

গতবারের মতো এবারও তাদের নির্ভর করতে হচ্ছে লিওনেল মেসির ওপর। দুর্দান্ত খেলেও মারাকানার ফাইনালে খুদে জাদুকর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারেননি। অন্যভাবে বলা যায়, ভাগ্য সহায় ছিল না আর্জেন্টিনার। তা না হলে ২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই শোভা পেত। আরও পরিস্কার করে বললে, গঞ্জালো হিগুয়েইন সহজ ভুলগুলো না করলে মেসি ট্রফি উঁচিয়ে ধরতে পারতেন।  

আজ এত বছর পর এসেও যেটি আর্জেন্টাইন সমর্থকদের পোড়ায়। কিন্তু হিগুয়েইন সেই ভুল নিয়ে মোটেও ভাবেন না। বরং তিনি বিষয়গুলো অন্যভাবে চিন্তা করেন। তবে ওই বিশ্বকাপ ফাইনালের পর হিগুয়েইনকেও কম কথা শুনতে হয়নি। আর্জেন্টিনার বিশ্বকাপ না জেতার দায়ভারটাও দেওয়া হয় তাঁর কাঁধেই, ‘মারাকানায় আমি যে গোল হাতছাড়া করেছি, সেগুলো নিয়ে মানুষ কথা বলে? আমি এর চেয়েও ভালো গোল পেয়েছি, আমার মেয়ে ও স্ত্রী।’

হিগুয়েইন এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘ফুটবলই জীবনের সবকিছু নয়, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, ফুটবল ছেড়ে দেওয়ার পর যেন ভালো মানুষ হওয়া যায়। কিছু মানুষ যেন থাকে যারা তাকে ভালো বাসে। যেসব মানুষ আপনার গোল উদ্যাপন করে, তার এর মধ্যে গুরুত্বপূর্ণ নয়।’

সাক্ষাৎকারে আরেকটি তথ্য দিয়েছেন হিগুয়েইন। ২০১৬ সালে নাকি অবসরের কথা ভেবেছিলেন তিনি। মা অসুস্থ হওয়ায় ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন হিগুয়েইন, ‘খুব বাজে একটা সময় ছিল। আমি খেলা থামিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মা-ই মানা করল। আমি সিদ্ধান্ত নিলে, খেলা ছেড়ে দিতাম। বাকি সবকিছু (মা ছাড়া) তখন গুরুত্বহীন হয়ে উঠেছিল। আমি মাকে ভালোবাসি, মা-ই আমাকে খেলা চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছেন। বলেছেন, আমাকে এমন কিছু ছাড়তে দেবেন না, যেটা আমি তাঁর জন্য ভালোবাসি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই