বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক রুমানা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১০, ২০১৮, ০৪:২৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। রোববার (১০ জুন) কুয়ালালামপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে  শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের নায়ক অলরাউন্ডার রুমানা আহমেদ।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ২৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশের  রুমানা। তার এই অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদেই অবিস্মরণীয় জয়ে এশিয়া কাপ জেতার স্বাদ পায় বাংলাদেশ দল।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছিলেন রুমানা আহমেদ। সেদিন বল হাতে ২১ রান খরচায় ৩ উইকেট নেয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই অলরাউন্ডার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই