বাজির ঘোড়া মেসি, তুরুপের তাস নেইমার!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০২:৪৮ পিএম

ঢাকা : ৩২ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশি সমর্থকদের বড় অংশজুড়ে জায়গা দখল করে আছে ল্যাটিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল।

তবে, ফুটবলের দেশ ব্রাজিল থেকে রাশিয়ায় বিশ্বকাপ। উন্নত প্রযুক্তির ছোঁয়ায় ৩২ দলের ফুটবলীয় নৈপুণ্য দেখতে অধীর অপেক্ষায় এদেশের সমর্থকরা।

সমগ্র বিশ্বের দূরবীন দৃষ্টি এখন রাশিয়ার মস্কোতে। ক্ষণ গণনাও একেবারে শেষ পর্যায়ে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের উন্মাদনায় মেতে উঠবে গোটা দুনিয়া। রাশিয়ার লুঝনিয়াকি স্টেডিয়ামের আলোক রশ্মি ছড়িয়ে পরবে ফুটবল বিশ্বে।

মেসি, রোনালদো, নেইমার, সালাহ, রাকিটিচ মানে। মূল পর্বের ৩২ দলে রয়েছে এমন জানা অজানা কত তারকা। তবে, বাংলাদেশের ফুটবল প্রিয়াসীদের কাছে বিশ্বকাপ মানেই যেন আর্জেন্টিনা ব্রাজিল দ্বন্দ্ব। কারোর বাজির ঘোড়া মেসি, কারো তুরুপের তাস নেইমার।

একজন বলেন, যে কেউ ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে বাজি ধরবে।

মেসি, নেইমার কিংবা ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও কিছু মানুষ পাওয়া যাবে যারা শুধু ফুটবলকে ভালবাসেন। তাই কিনা তাদের প্রত্যাশার কেন্দ্রে থাকে শৈল্পিক ফুটবল দেখার আকাঙ্ক্ষা।

ব্রাজিল আর্জেন্টিনার বাণিজ্যিক সমর্থনের ভিড়ে বিশ্বকাপের নতুন রাজা দেখতেও প্রস্তুত অনেকে। আরো একজন বলেন, ‘যে দল সমর্থন করি, সেই দলের ছবি লাগানো একটা আনন্দের বিষয় হয়ে গেছে।’

তবে যে দলই বিশ্বকাপ জিতুক নিশ্চয়ই ফুটবলীয় নৈপুণ্যে জানান দিবে তাদের শক্তিমত্তা। এমন প্রত্যাশা ভক্তদের।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই