পেরুর বিপক্ষেই ছন্দে ফিরতে চায় ফ্রান্স

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০১৮, ০১:১৩ পিএম

ঢাকা : এবারের বিশ্বকাপে ছোট দল বড় দল বলে কিছু নেই। ছোটরা আর ছোট নেই। তারাও যে কোনও সময় যে কোনও বড় দলকে হারিয়ে দিতে পারে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরেছে জার্মানি। আটকে গেছে আর্জেন্টিনা, ব্রাজিল। ফ্রান্স যে পুরো পয়েন্ট পেয়েছে তার জন্য দরকার হয়েছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সৌজন্য। এবং অস্ট্রেলিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও ফ্রান্সের খেলা স্বাভাবিক ছিল না। তাদের ঘাম ঝরিয়ে জিততে হয়েছে।

ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁম অবশ্য নিজেদের গুছিয়ে নেওয়ার আর একটা সুযোগ পাচ্ছেন বৃহস্পতিবার। কারণ তাদের সামনে রয়েছে পেরু। যে পেরু শুরুতেই ডেনমার্কের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে। এবং বিশ্বকাপেও খেলতে এসেছে কোয়ালিফায়ারের বাধা কোনও রকমে উতরে।

এবার ফ্রান্সের রক্ষণ সামলানোর দায়িত্বে যাঁরা, তাঁদের একজন রিয়াল মাদ্রিদ তারকা রাফায়েল ভারান স্বীকার করেছেন, প্রথম ম্যাচে দল যা খেলেছে তা দিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে দারুণ কিছু করা অসম্ভব। পরিষ্কার বুঝিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রান্সের পারফরম্যান্স মোটেই সুখকর নয়। তাঁর কথায়, ‘জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা জিততে পারেনি। আমরা পেরেছি। তার মানে এই নয় যে বিরাট কিছু খেলেছি আমরা। বরং উল্টোটাই সত্যি। দেখতে হবে কোথায় কোথায় আমরা মার খাচ্ছি।’

কোথায় মার খাচ্ছে ফ্রান্স তাও বলতে ছাড়েননি ভারান, ‘অস্ট্রেলিয়া ম্যাচে লক্ষ করলাম ফুটবলারদের মধ্যে এক ধরনের শারীরিক উদ্যমহীনতা। এটা কেন হবে? সবার আগে আমাদের আরও একাত্ম হওয়ার দরকার।’

বিশ্বজয়ী ফ্রান্সের অধিনায়ক দেশম সম্ভবত পেরুর বিরুদ্ধে তাঁর আক্রমণ নতুন করে সাজাবেন। এবং প্রথম ম্যাচে খেলা ত্রয়ীর যে কোনও একজনের জায়গায় চলে আসতে পারেন অলিভিয়ের জিহু। অন্তত ফ্রান্সের বিশ্বকাপ দলের কাছাকাছি থাকা ফরাসি সাংবাদিকদের তেমনটাই অনুমান। দেশম অবশ্য এটা নিয়ে এখনও পরিষ্কার করে কিছু বলেননি। ফরাসি কোচের কথা, ‘জিতলেও এখনও প্রচুর উন্নতি করতে হবে আমাদের। তবে সঠিক রাস্তা কোনটা আমরা জানি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই