দক্ষিণ এশিয়ান তায়কোয়নদোতে বাংলাদেশের ৪ পদক জয়

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০১৮, ০৪:২১ পিএম

ঢাকা: সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় ৪টি পদক জিতেছে বাংলাদেশ দল। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ষষ্ঠ আসরে দেশের হয়ে দুটি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ আইটিএফ তায়কোয়নদো দল।

বাংলাদেশ দলের শান্তনা রাণী রায় ও স্বপ্না কীর্তোনিয়া জিতেছেন রৌপ্য পদক। নাহিদুল ইসলাম ও শ্রী রনি প্রসাদ জিতেছেন ব্রোঞ্জ পদক। মঙ্গলবার (১৮ জুলাই) দেশে ফেরার কথা রয়েছে তায়কোয়নদো দলের।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ আটটি দেশ অংশ নিয়েছে। দলগুলো হল স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়নদো দল সিনিয়র ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

সাউথ এশিয়ান তায়কোয়নদো প্রতিযোগিতায় এর আগেও অংশ নিয়েছে বাংলাদেশ। পেয়েছে পদকও। এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অংশ নিয়ে বাংলাদেশ ছয়টি স্বর্ণ পদক পেয়েছিল। এবার ষষ্ঠ আসরে অংশ নিয়ে দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই