ম্যাচ হেরেও গ্যালারি পরিস্কার করল শ্রীলঙ্কার সমর্থকরা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০১৮, ১২:১৪ পিএম

ঢাকা : জাপানি সভ্যতা ফিরল শ্রীলঙ্কায়। পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে হেরে যায় শ্রীলঙ্কা। তবে হৃদয় জিতে নিয়েছে সমর্থকরা।  তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-৩-এ পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ থেকে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর জাপানের ফুটবলাররা সভ্যতার নজির গড়েছিলেন। সেদিন জাপানি সমর্থকরা গ্যালারি পরিস্কার করে বিশ্ববাসীর হৃদয় জিতেছিল। ড্রেসিংরুম পরিষ্কার করেছিলেন জাপানি ফুটবলাররা। সেই সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের জন্য একটা ছোট চিরকুটে লিখে জাপান দলের পক্ষ থেকে ‘ধন্যবাদ’ লিখে দেওয়া হয়েছিল।

এবার সেরকমই প্রশংসনীয় কাজ করলেন শ্রীলঙ্কার সমর্থকরা। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দেখা গেল কয়েকজন কমবয়সী শ্রীলঙ্কা সমর্থক পাল্লেকেলের গ্যালারি পরিষ্কার করছেন। তাঁদের এমন ভালো উদ্যোগ মিনিট কয়েকের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে  ভাইরাল হয়। বিশ্বজুড়ে প্রশংসা পেতে শুরু করল তাঁদের এমন উদ্যোগ।

প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, খাদ্যদ্রব্যের ফেলে দেওয়া অংশসহ একের পর এক আবর্জনা পড়ে ছিল পাল্লেকেলের গ্যালারিজুড়ে। সেগুলো সব পরিস্কার করে দিয়ে গেলেন শ্রীলঙ্কার সমর্থকরা। ক্রিকেটে এমন কাজ সচরাচর চোখে পড়ে না। শ্রীলঙ্কা সমর্থকরা প্রথমবার এমন কাজটাই করলেন।

বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হারের পর ঠিক এমনই কাজ করেছিলেন জাপানের সমর্থকরা। হারের পরও এমন ভালো কাজ করায় গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে এশিয়ার দেশটি।এবার আরো একবার  সভ্যতার নজির গড়ল এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই