ভারতের জন্য কেন বাড়তি সুবিধা প্রশ্ন সরফরাজের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৮, ০৩:০৩ পিএম
পাকিস্তান অধিনায়ক সরফরাজ। ফাইল ছবি

ঢাকা : ভারত এশিয়া কাপের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। অথচ বাকি দলগুলো দুবাইয়ের পাশাপাশি আবুধাবিতে গিয়েও খেলছে। যেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। ভারত কেন সম্রাটের মতো এক জায়গায় বসে থাকবে? এটা নিয়ে বাকি দলগুলো মুখে কুলুপ আঁটলেও পাকিস্তান ছাড়ছে না।

বুধবার ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ভারতকে একহাত নিয়েছেন। তিনি সাংবাদিকদের সাফ জানিয়েছেন, ‘দেখুন, দেড় ঘণ্টা ট্র্যাভেল করে আবুধাবিতে ম্যাচ খেলতে যাওয়া কঠিন, খুবই কঠিন। প্রথমত, এত গরম। তার ওপর ঠাসা শিডিউল। একদিন পরপর ম্যাচ। আমার মতে, টুর্নামেন্ট যখন একটাই। তখন প্রত্যেক দলের জন্য নিয়মও এক হওয়া উচিত।’

এরপর সরফরাজ যোগ করেন, ‘আমার বক্তব্য, পাকিস্তান যদি সুপার ফোরের ম্যাচ খেলতে দুবাই থেকে আবু ধাবি ট্র্যাভেল করতে পারে। তা হলে বাকিরা সেটা করবে না কেন? প্রত্যেকটা দলই আবুধাবিতে গিয়ে সুপার ফোর খেলুক। জানি না, এশীয় ক্রিকেট কাউন্সিল কী ভেবে এ রকম শিডিউল করেছে।’

এটা অনস্বীকার্য যে, ভারত টুর্নামেন্ট আয়োজন না করেও সংগঠকের সুযোগ-সুবিধা পুরোপুরি নিচ্ছে। এবারের এশিয়া কাপ ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে না হয়ে সেটা শেষ পর্যন্ত আরব আমিরাতে হচ্ছে। কিন্তু তাই বলে ভারত যে সংগঠকের সুবিধা ছেড়েছে, সেটি মনে করার কারণ নেই। রোহিত শর্মারা আলাদা হোটেলে থাকছেন। বাকি দলের সঙ্গে এক হোটেলে নয়। পরে ভারত এটাও জানিয়ে দেয় যে, তারা সুপার ফোরে নানা জায়গায় খেলতে যাবে না। সব ম্যাচ দুবাইয়েই খেলবে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর