গোল করেও বার্সাকে জেতাতে পারলেন না মেসি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০২:৫৭ পিএম

ঢাকা : লা লিগায় প্রথমবার হোঁচট খেল বার্সেলোনা। আগের চার ম্যাচের সবকটিতে জয়ের দেখা পেলেও ক্যাম্প ন্যুতে রোববার রাতে জিরোনোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কাতালানরা। ম্যাচের ১২ মিনিটে জিরোনার জালে শট নেন মেসি। তাঁকে গোল বঞ্চিত করেন জিরোনার গোলরক্ষক।

তবে গোলের জন্য খু্ব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসিকে। ১৯ মিনিটে আর্জেন্টাইন তারকার গোলে এগিয়ে যায় বার্সা। মিনিট দশেক পর সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জিরোনা। তবে প্রথমার্ধেই স্তুতির গোলে সমতায় ফেরে অতিথিরা। ৪৫ মিনিটে বেনিতেসের ক্রস থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান স্তুতি।

দ্বিতীয়ার্ধে কোথায় এগিয়ে যাবে বার্সেলোনা উল্টো গোল হজম করে বসে। ম্যাচের ৫১ মিনিটে বার্সার বুকে দ্বিতীয়বারের মতো ছুরি চালান প্রথমার্ধে সমতাসূচক গোল করা স্তুতি। ৬৩তম মিনিটে পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

এই ম্যাচে পয়েন্ট হারিয়েও ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। একই পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর