মেসি-রোনালদোর সাম্রাজ্যে নতুন সম্রাট মডরিচ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৩:১১ পিএম

ঢাকা : ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সাম্রাজ্যে নতুন সম্রাট এখন লুকা মডরিচ। গত এক দশক ধরে ফিফার বর্ষসেরা খেতাব ভাগাভাগি করে নিয়েছেন মেসি আর রোনালদো। কিন্তু এবার আর পারলেন না। অবশেষে এক দশক পর দুই তারকার গড়ে তোলা গণ্ডি ভেঙে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন ক্রোয়েশিয়ার মডরিচ৷ রোনালদো ও মোহাম্মদ সালাহকে শেষ রাউন্ডে নকআউট করে প্রথমবার ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব হাতে তুললেন তিনি।

ফিফার বর্ষসেরা পুরস্কার তালিকা
বর্ষসেরা ফুটবলার : লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
বর্ষসেরা মহিলা ফুটবলার : মার্তা (অরল্যান্ডো প্রাইড/ব্রাজিল)
বর্ষসেরা  গোলকিপার : থিবাউ কোর্তেজ (চেলসি-রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
বর্ষসেরা কোচ : দিদিয়ের দেশঁম (ফ্রান্স)
বর্ষসেরা মহিলা দলের কোচ : রেনাল্ড পেড্রোস (লিও)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : লেনার্ট থাই (ওয়ার্ডার ব্রেমেন-বিবি এরজুরুমস্পোর/জার্মানি)
পুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল) : মোহাম্মদ সালাহ (লিভারপুল/মিশর)।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর