বাংলাদেশকে হারানো সহজ হবে না বললেন ওয়াসিম আকরাম

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ১০:৪৯ পিএম
ফাইল ফটো

ঢাকা: ভারত-পাকিস্তান লড়াইয়ে এখন আর রোমাঞ্চ খুঁজে পাওয়া যায় না। একতরফা হয়ে গেছে এই লড়াই। ওয়াসিম আকরাম যখন খেলতেন সে সময় ভারত-পাকিস্তান ম্যাচ অন্যরকম এক আবহ থাকত।

এশিয়া কাপের দুটি ম্যাচেই পাকিস্তান স্রেফ ভারতের কাছে উড়ে গেছে। আকরামকে মাঠের বাইরে বসে বসে পাকিস্তানের হার দেখতে হচ্ছে,‘ পাকিস্তানের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছে, ওরা ভয় পেয়ে খেলছে। ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে নামছে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওরা ঘাবড়ে আছে।’-সোমবার দুবাইয়ে টি-টেন লিগের এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বলছিলেন আকরাম।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত ভাল খেলেছিল পাকিস্তান। কিন্তু এশিয়া কাপে কেন এত বিশ্রী হাল হল? আকরাম জবাব দিয়েছেন এভাবে, ‘আপনারা কেন বার বার চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, আমি জানি না। সে তো বছর দেড়েক আগে হয়ে গেছে। এখন দেখতে হবে, বর্তমানে কী রকম খেলছে দল। যা মোটেই ভাল নয়।’

সুপার ফোরে বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারলে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে যাবে পাকিস্তানের। যে ম্যাচ নিয়ে আকরাম বলছেন, ‘বাংলাদেশ যথেষ্ট ভালো দল। পাকিস্তানের পক্ষে ম্যাচটা সহজ হবে না। সে-ই ম্যাচ জিতলে তো ফাইনালে আবার ভারত। তবে আমাদের হাতে যে ক্রিকেটাররা আছে, তাদের নিয়েই লড়তে হবে। পাকিস্তানে তো কোনও ডন ব্র্যাডম্যান বসে নেই যে এসে জিতিয়ে দিয়ে যাবে। ছেলেদের একটা কথাই বলব। ফলের কথা না ভেবে ভয়ডরহীন ক্রিকেট খেল।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম