অ্যালেক্স হেলস রংপুর রাইডার্সে

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৮, ০৩:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলবেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। হেলসের খেলা নিশ্চিত করেছেন রংপুরের ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

সম্প্রতি রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে রংপুর। সেই তালিকায় আছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (আইকন), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন। ড্রাফটের জন্য দু’জনকে চুক্তিবদ্ধ করতে পারবে রংপুর। এরমধ্যে ড্রাফটের প্রথম খেলোয়াড় হিসেবে হেলসকে চুক্তিবদ্ধ করেছে রংপুর।

রংপুরের কোচ অস্ট্রেলিয়ার টম মুডি। তাই রংপুরে নাম লিখিয়ে আবারো মুডির সংস্পর্শ পাবেন হেলস। কারন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন হেলস। ঐ দলের কোচ ছিলেন মুডি। গেল বছর মুডির তত্ত্ববধানে বিপিএলের শিরোপার স্বাদ নেয় রংপুর।

২০১৬ সালে নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশ সফরে আসেননি হেলস। তার সাথে সফরে আসেননি অধিনায়ক ইয়োইন মরগানও।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই