এভাবে খেললে সব রেকর্ড ভাঙবেন কোহলি, কে বললেন এমন কথা?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৮, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: তিনি ব্যাট হাতে নামলেই মনে হয় সেঞ্চুরি করবেন। মাঝে মাঝে বিরাট কোহলিকে ‘মানুষ’ মনে হয় না। কথাগুলো বলেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। সত্যি বিরাট কোহলিকে কখনও কখনও অন্য গ্রহের মানুষ মনে হয়। যেখানে তিনিই রাজা। যেভাবে ক্রিকেট ব্যাটটাকে তলোয়ার বানিয়ে খেলছেন তাতে অচিরেই সব রেকর্ড ভেঙে কচুকাটা হয়ে যাবে। এই বিশ্বাস এখন আট থেকে আশির মধ্যে ঢুকে পড়েছে।

এবার কিংবদন্তী সুনীল গাভাস্কার কোহলিকে দরাজ সার্টিফিকেট দিলেন।  সম্প্রতি টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করেছেন কোহলি। এই নজির আর কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই। দ্রুততম দশ হাজার রানের মালিকও কোহলি। গাভাস্কার বলেছেন, ‘যে গতিতে বিরাট এগোচ্ছে তাতে কোনও রেকর্ডই সুরক্ষিত নয়। সব ব্যাটিং রেকর্ডই বিরাট ভেঙে দিতে পারে। ওর ফিটনেস দুর্দান্ত। আমার তো মনে হয় আরও পাঁচ–সাত বছর এমনকি দশ বছরও খেলে দিতে পারে বিরাট। শচীন প্রায় চল্লিশ অবধি খেলেছিল। বিরাটও ততদিন খেলতেই পারে। আর তা যদি হয়। তাহলে ব্যাটিংয়ের সব রেকর্ডই হয়ত থাকবে বিরাটের কাছে।’

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না কোহলি। গাভাস্কারের মতে, কোহলির অভাব বোধ করবে ভারত। তিনি বলেছেন, ‘এশিয়া কাপেই বোঝা গেছে। বিরাটকে দলে কতটা দরকার। তাছাড়া ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি দলটা ভাল। তাই বিরাটহীন ভারতকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’ এরপরই গাভাস্কারের সংযোজন, ‘টি-টোয়েন্টিতে  ক্যারিবিয়ানরা চ্যাম্পিয়ন। সিরিজটা টেস্ট কিংবা ওয়ানডের মতো অত সহজ হবে না। পোলার্ড, ব্রাভো, রাসেলরা থাকবে। সিরিজটা জমবে।’

ঋষভ পন্থকে জায়গা দেওয়ার জন্যই আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধোনি। সাবেক ভারত অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন করে গাভাস্কার জানালেন, ‘২০২০ সালে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ততদিন ধোনি জাতীয় দলে থাকবে না। তাই ঋষভ পন্থকে তৈরি করে নেওয়ার জন্যই সরে দাঁড়িয়েছে। একদম সঠিক সিদ্ধান্ত। তাছাড়া আমি চাইব ২০১৯ বিশ্বকাপের আগে ধোনি বেশি সম্ভব ম্যাচ খেলুক। তা ঝাড়খণ্ডের হয়েই হোক। জাতীয় দল কিংবা আইপিএল। ম্যাচের মধ্যে থাকতে হবে মাহিকে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই