সন্ধ্যায় সাফ জয়ী কিশোরদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৮, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলের অনুজ্জ্বল পারফরম্যান্সে ধুকতে থাকা ফুটবল বাঁচিয়ে রেখেছে বয়সভিত্তিক দলগুলো। সেক্ষেত্রে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। লাল সবুজ জার্সিতে মারিয়া, আখিঁ, মনিকা, শামসুন্নাহাররা একের পর এক সাফল্য অর্জন করেছে। তার পুরষ্কারও পেয়েছে তারা। গণভবনে ডেকে সংবর্ধ্বনার পাশাপাশি আর্থিক পুরষ্কার ও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পাচ্ছে কিশোর ফুটবলাররাও।

নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। সেদিন ছেলেরা জানিয়েছিলেন চ্যাম্পিয়ন ট্রফিটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। ম্যাচ শেষে বাংলাদেশ কিশোর ফুটবল দলের কোচ পারভেজ বাবু বলেছেন, ‘আমরা এই ট্রফিটা আমাদের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’ সেই স্বপ্ন পুরুন হয়ে যাচ্ছে ছেলেদের। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপা জয়ী কিশোরদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।  

পাকিস্তানকে হারিয়ে কিশোর সাফের দ্বিতীয় ট্রফি জেতা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা ৭টায় গণভবনে ২৩ খেলোয়াড় ও ১০ অফিসিয়ালকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।

কিছুদিন আগে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে দিয়েছেন তিনি। দলের কোচিং স্টাফসহ অন্যান্য অফিসিয়ালদেরও ৫ লাখ টাকা করে দিয়েছিলেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই