এই সেঞ্চুরি মুমিনুলকে কী শেখাল?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৮, ০৯:৩৩ পিএম

ঢাকা: ফিফটি করার পর ব্যাটটাও ঠিকঠাক উঁচিয়ে ধরেননি মুমিনুল হক। তবে তিন অঙ্কের ঘর ছোঁয়ার সেটি করলেন। ব্যাটও উঁচিয়ে ধরলেন। ফিফটির পর উদযাপন নেই, সেঞ্চুরির পর করলেন ঘটনা কী? দিনশেষে সংবাদমাধ্যমের সামনে এসে বিষয়টি নিজেই খোলাসা করলেন মুমিনুল, ‘আমি আর মুশফিক ভাই খেলার মধ্যে এতটাই ডুবে ছিলাম যে আমার ফিফটি হয়েছে এতে (উদ্‌যাপনে) মনোযোগই ছিল না। তখন এই বুঝি আউট হয়ে যাই, এ রকম একটা ব্যাপার ছিল।

পরিস্থিতির কারণে উদ্‌যাপন করা আসলে ভুলে গিয়েছি! আর এতটাই গভীরে ডুবে গিয়েছিলাম, কী করতে হবে, না করতে হবে ভুলেই গিয়েছি।’

সেঞ্চুরির পর একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মুমিনুল। বললেন, উদ্‌যাপনে সেটিরই প্রভাব পড়েছে, ‘একসময় আমরা কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম। সেঞ্চুরি করার পর চাপ থেকে অনেকটা বের হয়েছি। সেঞ্চুরি করার পর একটা আবেগও কাজ করে। সেঞ্চুরি করার পর আমার ভেতর কাজ করছিল কীভাবে এটা উদ্‌যাপন করা যায়। খুব আবেগ কাজ করছে।’

সবশেষ আট ইনিংস মিলে করেছেন ৬৯ রান। তাই রানের ক্ষুধা এতটা তীব্র হয়েছিল যে তিনি আবেগি হয়ে পড়েছিলেন।   তবে এই সেঞ্চুরি অনেক শিখিয়েছে মুমিনুলকে, 'এই সেঞ্চুরিতে অনেক শিখতে পেরেছি। আমার যে কয়েকটি সেঞ্চুরি আছে এর মধ্যে এটা বেশ ইন্টারেস্টিং! অনেক কষ্ট করে ব্যাটিং করেছি।'

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম