নারী ফুটবলের পাশে ঢাকা ব্যাংক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ০৮:১৮ পিএম
ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: ছেলেরা পিছিয়ে পড়লেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। গত দুই বছরে বয়স ভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে একের পর এক শিরোপা উপহার দিয়েছে লাল সবুজের বাঘিনী কন্যারা। মেয়েদের সাফল্যে উজ্জিবীত হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। নারী ফুটবলের পৃষ্ঠপোষক হিসাবে বাংলাদেশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করেছে বেসরকারি ব্যাংকটি।  

মঙ্গলবার বাফুফে ভবনে বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে ঢাকা ব্যাংক। চুক্তির আওতায় থাকা-খাওয়া লেখাপড়াসহ মেয়েদের মাসিক বেতন দেয়া হবে। আগামী জানুয়ারি থেকে মেয়েদের বেতনের আওতায় আনা হবে বলে জানিয়েছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘মেয়েদের বিভিন্ন ক্যাটাগোরিতে বেতন দেয়া হবে। সেক্ষেত্রে কেউ হয়তো বাদ পড়বে আবার কেউ নতুন ঢুকবে।’

পৃষ্ঠপোষকতার জন্য ঢাকা ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘মেয়েদের ফুটবলের উন্নয়ন করা একার পক্ষে সম্ভব না। এখানে সবার সহযোগিতা দরকার। এটা তো দেশের দল। ঢাকা ব্যাংক এগিয়ে এসেছে। আশা করছি ব্যাংক যেই উদ্দেশ্য নিয়ে এসেছে মেয়েরা তা পূরণ করতে পারবে।’

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান বলেন, ‘নারী ফুটবলাররা দেশের জন্য গৌরব বয়ে আনছে। আগামীতে আরো বড় জায়গা থেকে সম্মান বয়ে আনবে। ঢাকা ব্যাংক ফুটবলের সঙ্গে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

জাতীয় অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী ঢাকা ব্যাংককে ধন্যবাদ দিয়েছেন তাদের সহযোগিতার জন্যে, ‘এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ। তারা যেই প্রত্যাশা নিয়ে এসেছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করবো।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অঅরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও নারী ফুটবল দলের সদস্যরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই