আর মাত্র ৬ উইকেট পেলেই তাইজুল...

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৮, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারে এ পর্যন্ত ২২ টেস্টের ৪০ ইনিংসে বল হাতে ৯৪ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তাই আর মাত্র ৬ উইকেট শিকার করলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের বড় ফরম্যাটে একশ শিকারের মালিক হবেন তিনি। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে একশ’ উইকেট শিকারের স্বাদ নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে ৬ উইকেট শিকার করলেই সেঞ্চুরি করতে পারেন তাইজুল। কারন চলতি বছর দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন তিনি। বল হাতে ৬ ম্যাচের ১১ ইনিংসে ৪০ উইকেট শিকার করেছেন তাইজুল। ফলে উইকেট শিকারে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ১ ও ৬ উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার।

টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করে সবার উপরে আছেন সাকিব। ৫৪ ম্যাচের ৯১ ইনিংসে ২০১ উইকেট সাকিবের। দ্বিতীয়স্থানে রয়েছেন রফিক। ৩৩ ম্যাচের ৪৮ ইনিংসে ১০০ উইকেট নিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার:

খেলোয়াড়                    ম্যাচ       ইনিংস     উইকেট
সাকিব আল হাসান          ৫৪         ৯১          ২০১
মোহাম্মদ রফিক             ৩৩         ৪৮         ১০০
তাইজুল ইসলাম              ২২          ৪০          ৯৪
মাশরাফি বিন মর্তুজা       ৩৬         ৫১          ৭৮
মেহেদি হাসান মিরাজ       ১৭          ৩১          ৭২

সোনালীনিউজ/ঢাকা/জেডআই