৭ উইকেট নিয়ে সেন্ট্রাল জোনকে গুড়িয়ে দিলেন ফরহাদ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৮, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ইস্ট জোনের ডান-হাতি মিডিয়াম পেসার ফরহাদ রেজার বিধ্বংসী বোলিং-এ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রথম দিনই ১১৮ রানে অলআউট হয়ে গেছে সেন্ট্রাল জোন। জবাবে নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করেছে ইস্ট জোন। ৯ উইকেট হাতে নিয়ে ৮১ রানে পিছিয়ে পূর্বাঞ্চলের দলটি।

বুধবার (৫ ডিসেম্বর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইস্ট জোন। ব্যাট হাতে ৩৮ রানের সূচনা পায় সেন্ট্রাল জোন। কিন্তু এরপরই প্রতিপক্ষ বোলারদের তোপে পড়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা।

বিশেষভাবে সেন্ট্রাল জোনকে বেকাদায় ফেলেছেন ফরহাদ। একাই নিয়েছেন ৭ উইকেট। এজন্য ৩২ রান খরচ করেছেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে এটিই ফরহাদের ক্যারিয়ার সেরা বোলিং। সেন্ট্রাল জোনের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন শরিফুল্লাহ। এছাড়া পিনাক ঘোষ ২১ ও জাকের আলী অপরাজিত ২০ রান করেন।

ওয়ালটন সেন্ট্রাল জোনের ইনিংস শেষে দিনের শেষ ভাগে ১৪ ওভার ব্যাট করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ওপেনার রনি তালুকদারকে ব্যক্তিগত ১৮ রানে হারায় তারা। শামসুর রহমান ও মাহমুদুল হাসান ৯ রান নিয়ে অপরাজিত আছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই