বাশারকে ছাড়িয়ে যাবেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৮, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন মাশরাফি। তবে পরের ম্যাচেই হাবিবুল বাশারকে ছাড়িয়ে যাবেন ম্যাশ।

কারন ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এখন সবার উপরে আছেন হাবিবুল বাশার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে ৬৯তম ম্যাচে নেতৃত্ব দিবেন ম্যাশ। ফলে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি নেতৃত্বতে হাবিবুল বাশারের পাশে বসবেন মাশরাফি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামলেই হাবিবুলকে ছাড়িয়ে যাবেন ম্যাশ।

ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়করা :

খেলোয়াড়                                     ম্যাচ        জয়          হার         টাই        পরিত্যক্ত

হাবিবুল বাশার (২০০৪-২০০৭)              ৬৯         ২৯           ৪০          ০             ০

মাশরাফি বিন মর্তুজা (২০১০-২০১৮)      ৬৮        ৩৯          ২৭           ০             ২

সাকিব আল হাসান (২০০৯-২০১৭)         ৫০          ২৩          ২৬          ০             ১

মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯)       ৩৮         ৮            ৩০          ০             ০

মুশফিকুর রহিম (২০১১-২০১৪)             ৩৭          ১১           ২৪          ০             ২

খালেদ মাসুদ (২০০১-২০০৬)                ৩০          ৪            ২৪          ০             ২

আমিনুল ইসলাম (১৯৯৮-২০০০)           ১৬          ২             ১৪          ০             ০

আকরাম খান (১৯৯৫-১৯৯৮)              ১৫          ১             ১৪          ০             ০

খালেদ মাহমুদ (২০০৩-২০০৩)               ১৫          ০             ১৫          ০             ০

গাজী আশরাফ (১৯৮৬-১৯৯০)              ৭            ০             ৭           ০             ০

নাইমুর রহমান (২০০০-২০০১)                ৪            ০             ৪           ০             ০

মিনহাজুল আবেদিন (১৯৯০-১৯৯০)         ২             ০             ২           ০             ০

রাজিন সালেহ (২০০৪-২০০৪)                 ২             ০             ২           ০             ০

সোনালীনিউজ/ঢাকা/জেডআই