বাশারকে ছুঁয়ে ফেললেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৮, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দুইশতম ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক। অধিনায়ক হিসেবে হাবিবুল বাশারকে ছুঁয়ে ফেললেন ম্যাশ।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে ৬৯তম ম্যাচে অধিনায়কত্ব করছেন মাশরাফি। এতদিন এককভাবে এই কৃতিত্ব ছিল হাবিবুল বাশারের। এবার তার পাশে বসলেন মাশরাফি। অধিনায়ক হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার নজির গড়েছেন তিনি। উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামলেই হাবিবুলকে ছাড়িয়ে যাবেন ম্যাশ।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে  দুইশতম ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েন টাইগার অধিনায়ক। শুধু কি তাই, ৩ উইকেট শিকার করে দিনটিকে আর স্মরণীয় করেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার। দলের জয়ের সঙ্গে পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কারও। আজকেও কি তেমন কিছু করবেন মাশরাফি? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই