ভাইয়ের চেয়ে ভাবি ভালো, মাশরাফির স্ত্রীকে নিয়েও উন্মাদনা (ভিডিও)

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৮, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন। এটা জানা কথা। তাঁর স্ত্রী সুমনা হক সুমি মাশরাফির হয়ে প্রচারণায় নেমেছেন সেটিও এতক্ষণে সবার জানা হয়ে গেছে। কিন্তু জানেন কী, নড়াইলের কিছু কিছু জায়গায় মাশরাফির জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী।

বাংলাদেশের শীর্ষ একটি নিউজ পোর্টাল জানিয়েছে, বৃহস্পতিবার লোহাগড়া উপজেলার দেবি গ্রামে মাশরাফির একটি পথসভা ছিল। সেখানে স্বামীর জন্য সুমি ভোট প্রার্থনা করে বলেন, ‘আমি আপনাদেরই মেয়ে। এই গ্রামেরই মেয়ে। আমার দাদার বাড়ি, নানার বাড়ি এই গ্রামেই। দাদা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। আমি আজকে এসেছি আপনাদের জামাইয়ের জন্য ভোট চাইতে। কিন্তু এখানে এসে দেখলাম, আমার ভোট চাওয়া লাগবে না। আপনারই ওকে জয়ী করার জন্য অনেক চেষ্টা করছেন। এ জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’

সুমির বক্তব্যের পরই মাশরাফি বক্তৃতা শুরু করেন। তাঁর কথা শেষ হওয়ার পরই জমায়েত থেকে একটি আওয়াজ শোনা যায়, ‘ভাইয়ের চেয়ে ভাবি ভালো বোলিং করিছে। দারুন বলিছে, দারুন।’

নড়াইলের পথে পথে মাশরাফির গল্প তো আগে থেকেই ছিল। এখন নির্বাচনে প্রচারে গিয়ে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন সুমি। গ্রামে গ্রামে এখন শোনা যাচ্ছে মাশরাফির স্ত্রীর গল্প।

তবে সুমি আছেন মাশরাফিতেই। তিনি জানতেন মাশরাফি নড়াইলে খুবই জনপ্রিয়। কিন্তু এতটা জনপ্রিয় জানতেন না। সুমি বলছেন, ‘মাশরাফি যে অসম্ভব জনপ্রিয় এটা তো জানতামই। তবে আমি ভেবেছিলাম এটা মানুষের সহজাত প্রবণতা থেকেই। আমরাও তো অনেক নায়ক-নায়িকার ফ্যান, কবি-সাহিত্যিকদের ভক্ত। কিন্তু নড়াইলের প্রত্যন্ত অঞ্চলেও মাশরাফির যে আবেদন দেখছি, এটা আসলে প্রথাগত জনপ্রিয়তা নয়। এর নাম ভালোবাসা, নিখাদ ভালোবাসা।’

সুমি জানিয়েছেন, মাশরাফির প্রতি মানুষের ভালোবাসা তাঁর কল্পনাকেও হার মানিয়েছে, ‘আমি কল্পনাও করতে পারিনি, লোকে ওঁকে কি পরিমাণ ভালোবাসে। আমি ওঁর স্ত্রী, আমাকে দেখেই, আমাকে ছুঁতে পেরেই কত কত মহিলা কেঁদে ফেলেছেন। আমাকে দেখার জন্যই অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন, পথসভায় অপেক্ষা করছেন। মেয়েদের অনেকে এমনভাবে আমাকে জড়িয়ে ধরছেন যেন আমি তাদের কত আপন। সবাই তো এটা করছে মাশরাফিকে ভালোবেসেই।’

ভিডিও:

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই