পুরস্কার বিতরণী মঞ্চে যা বললেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৯, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার ফ্র্যাঞ্চাইজি মানেই সাকিব আল হাসান। এখন পর্যন্ত সব আসরেই ঢাকার হয়ে খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবারও ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন। এরইমধ্যে তানা দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সাকিব।  

রাজশাহী কিংসকে উড়িয়ে বিপিএল মিশনে নেমেছিল ঢাকা ডায়নামাইটস। জয়ের ধারা অব্যাহত রাখলেন সাকিব বাহিনী। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে বিধ্বস্ত করলেন তারা। মাহমুদউল্লাহ বাহিনীকে ১০৫ রানে হারিয়ে এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা।

যেভাবে এগুচ্ছেন ডায়নামাইটসরা, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফের শিরোপা উঠতে পারে তাদের হাতে। অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও বেজে উঠল একই সুর। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, প্রতিটি প্রতিপক্ষই কঠিন। আমরা ভালো খেলছি। তবে আমাদের মোমেন্টাম ধরে রাখতে হবে।

সাকিব বলেন, সৌভ্যগ্য যে; আমাদের খেলোয়াড়েরা ভালো করছে। তবে মাথায় রাখতে হবে এটি বড় টুর্নামেন্ট, এখনও অনেক পথ বাকি। ঢাকার হয়ে খেলতে পেরে আমরা গর্বিত। আমাদের একমাত্র লক্ষ্য শিরোপা জয়। আমরা সেই চেষ্টাই করছি। এখনো অনেক জায়গায় উন্নতির দরকার আছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই