মিরাজের রাজশাহীকে ১২৯ রানের চ্যালেঞ্জ খুলনার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর এখন সিলেটে। কিন্তু এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। এমন অবস্থায় প্রথম জয়ের সন্ধানে টুর্নামেন্টের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসকে ১২৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রুপসা পাড়ের দলটি।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্স। ব্যাট হাতে শুরুটা মোটেও ভাল হয়নি তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারে উদানার বলে ফিরে যান ওপেনার জুহুরুল। জুনায়েদ সিদ্দিকও বিদায় নেন একই ধারা মেনে। এক চার আর ১ ছক্কায় দলীয় ৩৭ রানে বিদায় নেন তিনি।

৩৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া খুলনার তৃতীয় উইকেট শিকার করেন রাজশাহী অধিনায়ক মিরাজ।  এই স্পিনারের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ডেভিড মালান।  
এর মধ্যে আরাফাত সানির স্পিনে নীল হন মাহমুদউল্লাহ। কয়েক মিনিটের ব্যবধানে রানআউটে কাটা পড়েন নাজমুল হোসেন। সেই রেশ না কাটতেই সানির এলবিডব্লিউ হয়ে কার্লোস ব্র্যাথওয়েট ফিরলে ধ্বংসস্তূপে পরিণত হয় টাইটানসরা।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আরিফুল হক। তবে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারেননি ডেভিড উইজ। উদানার বলে মিরাজকে ক্যাচ দিয়ে ফিনিশ হন তিনি। দলকে বেশিদূর নিয়ে যেতে পারেননি আরিফুলও। কিছুক্ষণ পর মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে লরি ইভানসকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ফেরার আগে ২৭ বলে ১ চারে ২৬ রানের সংগ্রামী ইনিংস খেলেন ব্যাটিং অলরাউন্ডার। পরের বলেই তাইজুল ইসলামকে রানআউট করে ফেরান ফিজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে স্কোর বোর্ডে ৯ উইকেটে ১২৮ রান তোলে খুলনা। রাজশাহীর হয়ে উদানা, মিরাজ, সানি নেন ২টি করে উইকেট। ১ উইকেট ঝুলিতে ভরেন মোস্তাফিজ।

৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রাজশাহী কিংস। তবে এখন পর্যন্ত চলমান বিপিএলে জয়ের মুখ দেখতে পারেনি খুলনা। ঢাকায় প্রথম পর্বে চার ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে তারা।

খুলনা টাইটান্স একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহিরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, ডেভিড উইস, কার্লোস ব্র্যাথওয়েট, জুনায়েদ খান ও ডেভিড মালান।

রাজশাহী কিংস একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোমিনুল হক, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, লরি ইভেনস, ক্রিস্টিয়ান জাঙ্কার, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট ও ইসুরু উদানা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই