দাপট দেখিয়ে জিতল রোনালদোর জুভেন্টাস

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ১১:৫৭ এএম

ঢাকা: টানা সাতবারের ইতালিয়ান চ্যাম্পিয়ন তারা। অষ্টম শিরোপা জয়ের পথে দাপটেই এগিয়ে যাচ্ছে জুভেন্টাস। এই মৌসুমেও দারুণ দাপট তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটির। পয়েন্ট তালিকায় তলানিতে থাকা কিয়েভোকে সহজে হারানো ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করেছেন সিআর সেভেন।সোমবার রাতে সিরি-আ তে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস।

ম্যাচের বয়স যখন ১৩তম মিনিট তখনই এগিয়ে যায় রোনালদোর দল। পাবলো দিবালা অবশেষে গোলের দেখা পেলেন। এবারের মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান। প্রথমার্ধেই গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু তার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কিয়েভোর গোলরক্ষক স্তেফানো সরেন্তিনো।

৪৫তম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন এমরে কান। জুভেন্টাসের হয়ে এটি তার  প্রথম গোল। আর সেই গোলের উৎস তৈরি করে দিয়েছেন পাবলো দিবালা। তিন নম্বর গোলটি জুভেন্টাস পেয়েছে ৮৪তম মিনিটে, দানিয়েলে রুগানি হেডে বল আশ্রয় নেয় কিয়েভোর জালে।

এখনো অবধি সিরি-আ তে ২০ ম্যাচে ১৮ জয়ে জুভেন্টাসের অর্জন ৫৬ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে এরপরই আছে নাপোলি। তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪০।


সোনালীনিউজ/আরআইবি/আকন