নিউজিল্যান্ডে অধরা জয়ের আশা মুশফিকের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল এখনো অবধি কোনো ম্যাচ জিততে পারেনি। সবশেষ সফরে তিন সংস্করণেই শূন্য হাতে ফিরেছিল বাংলাদেশ। তবে বেশ কয়েকটি ম্যাচে জয়ের মতো অবস্থা তৈরি করা গিয়েছিল। সেই ভালো খেলা থেকেই এবার নিউজিল্যান্ড সফরে গিয়ে জয়ের স্বপ্ন বুনছেন মুশফিকুর রহীম।

শেষবার নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে দারুন লড়াই করেছিল বাংলাদেশ। ওয়ানডেতেও লড়াই হয়েছিল। আগের সফরগুলোর মতো অসহায় আত্মসমর্পণ করতে হয়নি। সেই লড়াইয়ের মানসিকতা এবারও টেনে নিতে চাইছেন মুশফিক, ‘জেতার সম্ভাবনা তো অবশ্যই আছে। আমরা সবশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু দুটি ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমি মনে করি, সেই ম্যাচগুলো আমাদের জেতা উচিত ছিল। আমার মনে হয়, এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সেদিক থেকে আমি মনে করি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’

বাংলাদেশ প্রথম নিউজিল্যান্ড সফর করে ২০০১ সালে। তিন সংস্করণ মিলিয়ে কিউইদের বিপক্ষে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর একটিতেও জেতা হয়নি। মুশফিক মনে করেন, নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে খেলতে পারলে চিত্রটা এবার বদলাতে পারে।

সম্প্রতি ভারত নিউজিল্যান্ডকে ওয়ানডেতে ৪-১ ব্যবধানে হারিয়েছে। মুশফিক বলছেন, ‘নিউ জিল্যান্ড সফরের চ্যালেঞ্জ অনেক কঠিন। ওয়ানডে সংস্করণে ইন্ডিয়া জিতেছে... আমার বিশ্বাস, আমাদের যে দল যাবে নিউজিল্যান্ডে তারা ভালো করবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই