অনিয়মের অভিযোগে বাফুফে সভাপতি সালাউদ্দিনকে দুদকের চিঠি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: সলিডারিটি কাপে অংশ না নিয়ে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা, কোচদের বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ না করা ও বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাইজমানির অর্থ দিতে বিলম্ব করাসহ নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুদকের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া চিঠিতে অভিযুক্তদের তালিকায় আছেন বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন। সভাপতি বরাবর পাঠানো চিঠিতে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ একটি অনলাইনকে বলেন, ‘দুদক কয়েটি বিষয়ে তাদের কাছে কাগজপত্র চেয়েছে। তাদের চাহিদামতো ডকুমেন্টসগুলো দুদককে সরবরাহ করবো।’

কি ধরণের অভিযোগে চিঠি দিয়েছে দুদক জানতে চাইলে বাফুফে সম্পাদক বলেন, ‘৭/৮ টি বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছে। এর মধ্যে অন্যতম তিন বছর আগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন নেপালকে প্রাইজমানি দিতে কেন বিলম্বিত হয়েছিল তা জানতে চেয়েছে।’

আবু নাইম সোহাগ আরও বলেন, ‘দুদক জানতে চেয়েছে আমরা সলিডারিটি কাপ না খেলায় এএফসি যে জরিমানা করেছিল সে বিষয়ে। এর পাশপাশি ফিফার তৎকালীন প্রেসিডেন্ট ব্ল্যাটারের ঢাকা সফরের খরচের হিসাবও চেয়েছে। তখন অতিরিক্ত খরচ হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই