ক্রাচে ভর করে চলছে নেইমারের জীবন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: তার পায়ে ভর করেই অনেক ম্যাচ জিতেছে ব্রাজিল, জিতেছে বার্সেলোনা, আর এখন পিএসজি। অথচ সেই তিনিই এখন চলছেন ক্রাচে ভর করে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম হারাম করে দেওয়া ব্রাজিলিয়ান সুপার ষ্টার নেইমারের জীবন কাটছে ক্রাচে। চোটে পড়ে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজি তারকা। তবে খুব দ্রুতই সেরে উঠছেন নেইমার।

গত ৫ ফেব্রুয়ারি ২৭ বছরে পা দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়ার। এদিন ক্রাচে ভর দিয়েই মাতালেন জন্মদিনের পার্টি। আবার জন্মদিনের পোষাকের রঙেই নিলেন ক্রাচ। সেই ক্রাচ হাতেই পোজও দিলেন ক্যামেরার সামনে। মাত্র কয়েক দিনের ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ছবি আপলোড করেছেন এ ব্রাজিলিয়ান তারকা। সেখানে নিজের সেরে ওঠার আভাসস্বরুপ দুই পায়ের ক্রাচ হাতে নিয়ে পোস্ট করা ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘জীবন তো যোদ্ধাদের জন্যই। কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না।’

চোটের কারণে এরই মধ্যে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন নেইমার। তারমধ্যে অন্যতম চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ’র বিপক্ষে ১৬’র উভয় লেগের ম্যাচ। খেলতে পারবেন না আরও অন্তত ১২টি ম্যাচে। তবে তার রিহ্যাভ প্রক্রিয়াটা খুব দ্রুত হচ্ছেই বলে জানিয়েছেন নেইমার।

কয়েক দিন আগে নিজের চোট নিয়ে নেইমার বলেন, ‘ইনজুরিটা আস্তে আস্তে সেরে যাচ্ছে। এরই মধ্যে আমরা বেশ কিছু ট্রিটমেন্ট করিয়েছি। আরও কিছু চিকিৎসা চলছে। আমি চাচ্ছি যতদ্রুত সম্ভব হয় পুরোপুরি সুস্থ হওয়া যায়। যেভাবে ব্যাপারটা এগুচ্ছে তাতে আমরা বেশ সন্তুষ্ট।’

পিএসজি তারকা আরও বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। নিজের সবচেয়ে পছন্দের কাজ অর্থাৎ ফুটবল খেলে থাকতে পারছি না আর। মাঠে ফিরতে অবশ্য ৮ থেকে ১০ সপ্তাহের প্রয়োজন। এটাই আশা করছি আমরা। আমি মনে করি সর্বোচ্চ ১০ সপ্তাহ লাগবে। প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত করার সব চেষ্টাই করা হচ্ছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই