ক্রাইস্টচার্চেও খেলা হচ্ছে না সাকিবের, বললেন আকরাম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১১, ২০১৯, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: আঙুলের চোট বড্ড ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। যে কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ মিস করেছেন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। ধারনা করা হয়েছিল তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে পারবেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় ক্রাইস্টচার্চেও খেলা হচ্ছে না সাকিবের। সোমবার (১১ মার্চ) দুপরে এই খবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছি তাতে সাকিবের পক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে আর মাঠে ফেরা সম্ভব হচ্ছে না। আগামী ২০ মার্চের আগে সে ফিরতে পারবে না। এর পর অনুশীলন শুরু করবে। পরে দেখা যাবে তিনি কী অবস্থায় থাকে। নিউজিল্যান্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার।’

নিউজিল্যান্ড সফরে সাকিবকে পাওয়ার আশা কমই ছিল। এরপর সফরের মাঝ পথে চোটে পড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। আশার কথা এরইমধ্যে সেরে উঠছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘মুশফিক সেরে উঠছে। তবে সে খেলবে কি না সেটা টেস্টের দুই-তিন দিন আগে বলা যাবে। আমরা আশা করছি, মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই