তামিম-মুশফিকদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০৩:৪৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: চলছে ক্ষণ গণনা। ক্রমেই এগিয়ে আসছে সেই মহেন্দ্রক্ষ। দল ঘোষণার পালা শেষ। আগামী ৩০ মে থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের ১২তম আসর। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল সবুজের জার্সিধারীরা। সেই লক্ষ্য সামনে রেখে  সোমবার (২২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়ে গেছে মাশরাফিদের প্রস্তুতি ক্যাম্প।

তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কারণে এদিন দলের বেশিরভাগ ক্রিকেটার প্রস্তুতিতে অংশ নিতে পারেনি। মঙ্গলবার শেষ হচ্ছে ডিপিএল। তাই লিগ খেলা খেলোয়াড়রাও যোগ দিয়েছেন নিজ নিজ দলের অনুশীলনে।

আবাহনীর হয়ে খেলছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা আট ক্রিকেটার। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন নাইম হাসান, মোহামেডান স্পোর্টিং ক্লাবে লিটন দাস, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবে আবু জায়েদ রাহী এবং রেলিগেশন জোনের দল ব্রাদার্স ইউনিয়নে খেলেছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। আইপিএলের কারণে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। যার দেশে ফেরার কথা রয়েছে আজ।

প্রিমিয়ার ক্রিকেটে ব্যস্ত থাকায় প্রথম দিনের অনুশীলনে পাওয়া যাবে না এসব ক্রিকেটারদের। তা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক। তবে প্রিমিয়ার লিগ না খেলা তিন ক্রিকেটার মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল যোগ দিয়েছেন প্রথম দিনের অনুশীলনে। এছাড়াও প্রথম পর্বেই বিদায় নেয়া শাইনপুকুর ক্রিকেট ক্লাবের পেসার মোস্তাফিজুর রহমান এবং ২৫ মার্চ আবাহনীর হয়ে সবশেষ খেলা রুবেল হোসেনও যোগ দেন এ ক্যাম্পে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই