সুবিধাবঞ্চিত শিশুদের কেডস উপহার দিলেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৯, ০৮:৪৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: এই গুনটা তাঁর বরাবরই রয়েছে। সতীর্থ কিংবা নারী দলের ক্রিকেটার অথবা ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটার-যেই ক্রিকেট সামগ্রীর ব্যাপারে তামিম ইকবালের শরণাপন্ন হয়েছেন তাদের খালি হাতে ফেরাননি। নিঃস্বার্থভাবে তাদের প্রয়োজন মেটাতে পেরে বরাবরই ভীষণ স্বস্তিবোধ করেন তিনি। তবে এবার কোনও পেশাদার ক্রিকেটার নয়। সুবিধাবঞ্চিত শিশুদের কেডস উপহার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তামিম।

বিশ্বের ১০টি দেশ নিয়ে ৩ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯’। যেখানে বাংলাদেশও অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৮ ক্রিকেটারকে কেডস ও কিপিং গ্লাভস উপহার দিয়েছেন তামিম।

বুধবার (২৪ এপ্রিল) দলের সদস্যরা হোম অব ক্রিকেট মিরপুরে এলে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তামিম। এরপর ক্যামেরা বন্দি হন।  ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯’ তে অংশ নিতে আগামী ২৮ এপ্রিল সন্ধ্যায় ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

গত বছর নিজের রুম থেকে ব্যাট চুরি হয়েছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের। বিষয়টি জানতে পেরে নিজের অনেক পছন্দের একটি ব্যাট রুমানার হাতে তুলে দিয়েছিলেন তামিম।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই