প্রথম মৌসুমেই বর্ষসেরা হলেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০২:২০ পিএম

ঢাকা : প্রথম মৌসুমেই বর্ষসেরার খেতাব জিতে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মৌসুমেই জুভেন্টাসে নাম লেখান সিআর সেভেন। যদিও দলটি যে আশা করে পর্তুগীজ মহাতারকাকে নিয়ে গিয়েছিল তা ব্যর্থ হয়েছে। জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছার আগেই বিদায় নিয়েছে।

তবে নিজের কাজটা ঠিকঠাক করতে ভুল করেননি রোনালদো। প্রথম মৌসুমেই করলেন ২২ গোল করেছেন। একইসঙ্গে ১১টি গোলের উৎস তৈরি করে দিলেন সতীর্থদের।জুভেন্টাসারের সিরি-‘আ’ জয়ে রেখেছেন মূখ্য ভুমিকা। আর সে কারণেই ইতালির লিগ ফুটবলের বর্ষসেরা খেতাব জয় করলেন রোনালদো।

এই সাফল্যের পর প্রশংসায় ভাসছেন রোনালদো। তাকে যিনি তুরিনোতে নিয়ে এসেছিলেন সেই কোচ সামনের মৌসুমে থাকছেন না জুভেন্টাসে। এই সাফল্যের খবরে প্রিয় শিষ্যকে নিয়ে কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, ‘তোমার সঙ্গে কাজ করতে পারাটা ছিল গৌরবের। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই!’

আবার রোনালদো কোচের প্রশংসা করেছেন ‘আমরা শুধু একটি মাত্র মৌসুম একসঙ্গে খেলেছি। কিন্তু এই এক মৌসুমেই বুঝতে পেরেছি আপনি মানুষ ও কোচ হিসেবে কতটা অসাধারণ।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই