ইনডোর এশিয়া কাপ হকি

প্রাথমিক দল ঘোষণা করল হকি ফেডারেশন

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৭:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: আগামী ১৫ জুলাই থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে ইনডোর এশিয়া কাপ হকির অষ্টম আসর। এবারই প্রথমবারের মত এই প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে ৩৪জন খেলোয়াড় মনোনীত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

মনোনীত খেলোয়াড়দের আগামী ২৩ মে দুপুর ২টায় কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

মনোনীত খেলোয়াড়রা হলেন: অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, বিপ্লব কুজুর, আল আমিন মিয়া, ইমরান হাসান পিন্টু, মো: খোরশেদুর রহমান, মো: ফরহাদ আহমেদ শিতুল, মো: আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খীসা মিমো, মিলন হোসেন, মঈনুল হোসেন কৌসিক, মো: আরশাদ হোসেন, মো: মাহবুব হোসেন, দ্বীন ইসরাম ইমন, সারোয়ার মোর্শেদ শাওন, শফিউল আলম শিশির, হাসান জুবায়ের নিলয়, মো; মহসীন, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রেজাউল করিম বাবু, মেহেদী হাসান, মো: রাকিন, রাজু আহমেদ তপু, আলি নাহিয়ান শুভ, সিফাত আহমেদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই