মদ্যপানের পাশাপাশি হ্যাংওভার কাটানোর ছুটি দেয় যে কোম্পানি

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:২৮ পিএম

ঢাকা: কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার দিক থেকে জাপানের সুনাম রয়েছে। তবে কর্মীদের খুশি রাখতে ফ্রি মদ্যপানের সুযোগ বোধ করি সচরাচর শোনা যায় না। সম্প্রতি জাপানের একটি কোম্পানি ভিন্ন ধরনের এমন সুবিধা চালু করেছে কর্মীদের জন্য।

জাপানী সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, ‘ট্রাস্ট রিং’ নামের ওসাকার একটি প্রযুক্তি কোম্পানি তাদের কর্মীদের জন্য বিনা মূল্যে মদ্যপানের সুযোগ দিচ্ছে। সেই সঙ্গে মদ পানের পর হ্যাংওভার হলে, তা কাটানোর জন্য ২-৩ ঘণ্টার ছুটিও দিচ্ছে কর্মীদের। নতুন কর্মীদের আকর্ষিত করতেই অভিনব এমন অফার বলে জানা গেছে।

ট্রাস্ট রিং কোম্পানির সিইও নিজেও কর্মীদের সঙ্গে মদ্যপান করেন। যদি কোনো কর্মী অতিরিক্ত মদ খেয়ে ফেলেন, তাহলে ‘হ্যাংওভার লিভ’ নিয়ে অফিসে দেরি করে আসতে পারবেন।

[244044]

কোম্পানির সিইও বলেন, ‘কর্মীদের একটি উপভোগ্য পরিবেশ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বেতন দিয়ে নয়, বরং কর্মীদের ভালো পরিবেশ দিতে আগ্রহী আমরা, যাতে তারা কাজ করতে উদ্যমী হয়।’

সিইও আরও বলেন, ‘আমাদের কোম্পানিতে বেতন শুরু ২ লাখ ২২ হাজার ইয়েন দিয়ে। এই বেতন আমরা খুব বাড়াতে পারি না। তাই অন্যান্য সুবিধা বাড়ানোর দিকে জোর দেওয়া উচিত বলে মনে করছি। কর্মীরাও এতে খুশি।’

ওই কোম্পানির একজন কর্মী বলেন, ‘আমি হ্যাংওভার লিভ নিয়ে দুপুর ১২টায় অফিসে ঢুকেছি। ২-৩ ঘণ্টা বেশি ঘুমিয়ে এসে কাজ করলে বেশি মনোযোগ দেওয়া যায়। আমি মনে করি এতে কাজের দক্ষতা বাড়বে আমার।’
 

ইউআর