বোর্ড পরীক্ষায় ফেল করল ছেলে, কেক কেটে উদযাপন বাবা-মায়ের

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৫, ১১:৩১ এএম

ঢাকা: কেকে লেখা ৩২ শতাংশ। পাশে ৬২৫-এ ২০০ নম্বর। এটাই ছেলের জীবনের প্রথম পরীক্ষার প্রাপ্ত ফলাফল। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে। কিন্তু তাতে কী হয়েছে? মনোবল যেন ভেঙে না পড়ে সেই কথাটা মাথায় রেখেই ফলাফল ঘোষণার দিনে ছেলের ব্যর্থতা কার্যত জয়ের রূপেই উদযাপন করলেন বাবা-মা। কেক কাটলেন ছেলের উত্তীর্ণ না হতে পারে সুবাদে। এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,  কর্ণাটকের বাগলকোটের বাসবেশ্বরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অভিষেক ছোলাছাগুড্ডা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে। ৩২ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ছয়টি বিষয়েই ফেল করেছে।

[249265]

অভিষেক জানায়, রেজাল্ট জানতে পেরে বন্ধুরা তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু কঠিন সময়ে বাবা-মা পাশে দাঁড়ায়। 

অভিষেক বলেন, ‘পাস করতে পারিনি। কিন্তু আমার পরিবার পাশে দাঁড়িয়েছে, উৎসাহ দিয়েছে। আবার পরীক্ষা দেব, পাশ করব এবং জীবনে সফল হব।’

পরীক্ষার ফলাফল জানার পর অভিষেকের বাবা-মা বকাবকি করেননি। বরং কেক কেটে ছেলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। অভিষেক জানায়, কঠিন সময়ে বাবা-মা তাকে বলেছিল, ‘তুমি পরীক্ষায় ফেল করতে পারো, কিন্তু জীবন যুদ্ধে ফেল করোনি। আবার চেষ্টা করো। পরের বার নিশ্চয়ই সফল হবে।’ 

ইউআর