৬টি লঘুচাপ এবং দুটি ঘূর্ণিঝড়ের আভাস, শীত আসবে দেরিতে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৯:৩৭ এএম

আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ৩-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেবে। এই সময় সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে ভারী বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে।

শীতের পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মৃদু শৈত্যপ্রবাহ (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

এছাড়া আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে, তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস অনুযায়ী দেশের আবহাওয়ায় বৃষ্টির আধিপত্য কিছুটা দীর্ঘায়িত হবে এবং শীতও স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে নামতে পারে।