ভারতের উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে পড়লেও ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে পরবর্তীতে মুষলধারে রূপ নেয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোন্থা মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে বুধবার সন্ধ্যায় ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। সিস্টেমটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায়, এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবারের পূর্বাভাসেও বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এম