এবার প্রবল ঘূর্ণিঝড়ের আভাসে সতর্কতা জারি, আঘাত হানতে পারে কবে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৫:০৪ পিএম
প্রতীকী ছবি

আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দ্বিতীয় আপডেটে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে) লঘুচাপের সৃষ্টি হতে পারে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের শক্তি ও সম্ভাব্য পথ নিয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন মত প্রদান করছে।

মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন, ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্রগ্রাম উপকূল পর্যন্ত যেকোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তিনি কৃষক ও জেলেদের জন্য সতর্কবার্তা দিয়েছেন।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তিনি পাকা আমন ধান কাটা ও মাড়াই শেষ করার পরামর্শ দিয়েছেন। শীতকালীন শাক-সবজি চাষিরাও বীজ বোনা ও সেচ দেওয়ার প্রস্তুতি রাখবেন।

ডিসেম্বরের ১ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলে ফেরার জন্য ১ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ৩০ নভেম্বরের পর নতুন মাছ ধরার কাজে না যাওয়াও সুপারিশ করা হয়েছে।

ডিসেম্বর ১ থেকে ৫ তারিখের মধ্যে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্রের উত্তাল থাকার আশঙ্কাও রয়েছে।

এসএইচ