বায়ুদূষণে শীর্ষে ঢাকা, যেসব এলাকায় দূষণ সবচেয়ে বেশি

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:৫৩ এএম

ঢাকার বায়ুদূষণ কোনোভাবেই কমছে না, বরং দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচকে এ তথ্য উঠে আসে।

আইকিউএয়ারের তাৎক্ষণিক বায়ুমান সূচক অনুযায়ী, ওই সময় ঢাকার একিউআই স্কোর ছিল ২৯১। এ মানকে নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার সকালে রাজধানীর অন্তত ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। তালিকায় শীর্ষে রয়েছে নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা, যেখানে একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৪৯১, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পড়ে। এছাড়া ধানমন্ডিতে ৩৫৬, ইস্টার্ন হাউজিং এলাকায় ৩৪০, মিরপুরের দক্ষিণ পল্লবীতে ৩৩৮ এবং পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় ৩২০ স্কোর পাওয়া গেছে।

দূষিত এলাকার তালিকায় আরও রয়েছে মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৭৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২৮), খিলগাঁওয়ের গোরান (২১৬), পেয়ারাবাগ রেললাইন এলাকা (২০৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা, যেখানে একিউআই স্কোর ছিল ১২৫।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো। শহরটির একিউআই স্কোর ছিল ২৫০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যেখানে স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৫।

বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ বা তার বেশি হলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

এম