• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কিছু বুঝে ওঠার আগেই শুরু হল ঝড়-শিলাবৃষ্টি


বগুড়া প্রতিনিধি মার্চ ১৩, ২০২১, ০৮:৪৬ পিএম
কিছু বুঝে ওঠার আগেই শুরু হল ঝড়-শিলাবৃষ্টি

বগুড়া: আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা-কালো মেঘের ভেলা। মাঝেমধ্যে উঁকি মারছে সূর্য মামা। এর মধ্যেই হঠাৎ করে অন্ধকার হয়ে আসে চারপাশে। দিনের বেলাতেই নেমে আসে রাতের নিকষ কালো আঁধারের আভা। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ঝুম বৃষ্টি। সেসঙ্গে ঝড়ে বড় বড় শিল।

শনিবার (১৩ মার্চ) দুপুরে বগুড়ায় হঠাৎ এমন প্রতিকূল আবহাওয়ার দেখা মেলে। আচমকা শুরু হয় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। বগুড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) শাহ মো. সজীব হোসেন বাংলানিউজকে জানান, মার্চ, এপ্রিল ও মে মাসকে প্রাক মৌসুম বলা হয়। এ সময়কালে আকাশে হঠাৎ কালো মেঘের সৃষ্টি হয় এবং দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়ে থাকে।

তিনি বলেন, বগুড়ায় শনিবার দুপুরে ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সঙ্গে শিল ঝড়ে। এসময় বাতাসের প্রতিবেগ ছিলো ৮ কিলোমিটার।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!